আপনি কি গৃহকর্মী / গৃহসহায়ক/সহায়িকা? হংকং এ কর্মরত/রতা বাংলাদেশী গৃহকর্মী / গৃহসহায়ক/সহায়িকাদের জন্য বাংলায় পরামর্শ/নির্দেশ।


Are you a Bangladeshi Helper?

Click here for English.

আপনি যদি  হংকং এ বসবাসকারী কোন গৃহকর্মী হন তাহলে আমরা আপনার অভিজ্ঞতার কথা অন্য সবাইকে শোনানোর ব্যাপারে সাহায্য করতে চাই। হতে পারে আপনি এখানকার সাহায্যকারী সম্প্রদায় সম্বন্ধীয় কোন ভালো অভিজ্ঞতার কথা জানেন যা আপনি অন্যদের শোনাতে চান?  আবার এও হতে পারে যে আপনি কোন কঠিন সমস্যার কথা জানেন যা আপনি মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে আনতে চান?

আমাদের সহযোগী সংস্থা Stories Beyond Borders ( স্টোরিস বিয়ন্ড বর্ডারস) হংকং এর বিদেশী গৃহকর্মীদের বিভিন্ন সমস্যার কথা প্রচার করে থাকেন। এঁদের কাজ সম্বন্ধে বিষদে জানতে হ’লে, আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করুন

আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হ’বে যদি আপনি আপনার চাকরী বা নিয়োগকর্তা / মালিকের ব্যাপারে উদ্বিগ্ন হন।

আমাদের অন্যভাবে সমর্থন ক’রতে চাইলে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করুন

সহায়তা নিন

আমাদের এই HK Helpers Campaign / এইচ কে হেল্পার্স ক্যাম্পেন  (হংকং সাহায্যকারী প্রচারাভিযান) কোন বিপদগ্রস্থ গৃহকর্মীকে সরাসরি সাহায্য করতে পারবে না। কিন্তু আপনি বা আপনার চেনাপরিচিত কোনো গৃহকর্মী বিপদে পড়লে  নিচে দেওয়া গুরুত্মপূর্ণ  ও জরুরি  নম্বরগুলিতে সত্বর যোগাযোগ করতে পারেন।

ইমার্জেন্সি যোগাযোগ তথ্য ও হেল্পলাইন  ফোন নম্বর

আপনার দুতাবাস

অবিলম্বে সাহায্য পেতে ই-মেলের তুলনায় ফোন বেশি কার্যকরী….

আপনার অধিকার

  • বুঝতে সাহায্য করা একজন গৃহকর্মী হিসাবে আপনার প্রাপ্য ও ন্যায্য অধিকারগুলি সঠিকভাবে বুঝতে হেল্পার্স ফর ডমেস্টিক হেল্পার্স দ্বারা প্রস্তুত ব্যবহারপ্রণালীর  মানুয়ালটি  এখান থেকে ডাউনলোড করুন
  • অপব্যবহার / নির্যাতন / দুর্ব্যবহার বেশীরভাগ নিয়োগকারীই(মালিক) কর্মচারীদের সঙ্গে সুব্যবহার ক’রে থাকেন। কিন্তু কোন কোন নিয়োগকারী গৃহকর্মীদের সঙ্গে  দুর্ব্যবহার ও  প্রতারনা ক’রে থাকেন ও গৃহকর্মীদের অসহায় অবস্থার অন্যায় সুযোগ নিয়ে থাকেন। একজন গৃহকর্মী হিসেবে নিজের অধিকার সম্বন্ধে জানুন  ও নিজেকে নিগৃহিত ও শোষিত হওয়া থেকে সুরক্ষিত করুন। সময়, তারিখ ও স্থান  সমেত সমস্ত সমস্যার / ঘটনার লিখিত বিবরণ রাখুন কারণ আপনাকে দুর্ব্যবহারের সঠিক প্রমান সাক্ষ্য হিসাবে জমা দিতে হবে। সম্ভব হ’লে ঘটনার ছবি তুলে রাখুন, ডাক্তারি পরীক্ষা / চিকিৎসা করান ও সমস্ত মেডিকেল রিপোর্ট / রসিদের(বিল) কপি নিজের কাছে রাখুন।
  • পুলিস : যদি কেউ আপনাকে হুমকি দেয় / যৌন হেনস্থা ক’রে বা শারীরিক ক্ষতি ক’রে তাহ’লে পুলিসে খবর দিন। পুলিসের কাছ থেকে “রেফারেন্স নম্বর” চান এবং সই ক’রার আগে আপনার নথিভুক্ত জবানবন্দীটি খুঁটিয়ে ও ভাল ক’রে প’ড়ে নিন।  পুলিসকে বলুন আপনাকে আপনার ভাষায় সাহায্য ক’রতে ও সমস্ত সরকারি কাগজপত্র আপনার ভাষায় সরবরাহ  ক’রতে। যদি কোন বিবরণ ( সময়, তারিখ) সঠিক ভাবে না মনে ক’রতে পারেন, কোনভাবেই সেগুলি বানিয়ে লিখবেন না।  আপনি যা করেননি তা কোন পরিস্থিতিতেই মেনে নেবেন না বা সত্যি ব’লে স্বীকার ক’রবেন না। পুলিসের কাছ থেকে আপনার সই করা সমস্ত কাগজপত্রের কপি চেয়ে নিন, এটি আপনার অধিকার। পুলিস যদি আপনাকে গুরুত্ম না দেয় বা উপযুক্ত আচরণ না ক’রে তাহলে নালিশ/অভিযোগ করুন।
  • পেমেন্ট ( বেতন) : যদি আপনি আপনার কর্মচুক্তি অক্টোবর, ২০১৩-র পর সই ক’রে থাকেন তাহ’লে এই চুক্তি অনুসারে  হংকং এ বসবাসকারী বিদেশী গৃহকর্মী হিসাবে আপনি ন্যুনতম / কমপক্ষে ৪০১০ ( চার হাজার দশ ) হংকং ডলার বেতন পেতে বাধ্য।
  • এটিএম কার্ড: যদি আপনার মালিক আপনার এটিএম কার্ড আপনার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয় তাহ’লে অবিলম্বে ব্যাংকের সাথে যোগাযোগ ক’রে কার্ডটি বাতিল করান ও একটি নতুন এটিএম কার্ড বানিয়ে নিন।  এ ব্যাপারে বিশদে জানতে এখানে ক্লিক করুন
  • কম মাইনে : এমন কোন রসিদে সই ক’রবেন না যাতে আপনার মাইনে সঠিক ভাবে উল্লেখ ক’রা না থাকে।  কোন সাদা / ফাঁকা রসিদেও সই ক’রবেন না।  যদি রসিদ নাও থাকে নিজের কাছে আলাদা ক’রে মাসিক মাইনের হিসাব / অঙ্ক সঠিক ভাবে লিখে রাখুন।  এ ব্যাপারে বিশদে জানতে এখানে ক্লিক করুন
  • সাপ্তাহিক ও সাধারন  ছুটি: প্রতি সাত দিন অন্তর একটি দিন (সম্পূর্ণ ২৪ ঘন্টা) ছুটি আপনার প্রাপ্য। হংকং এর বাধ্যতামূলক ছুটির তালিকা অনুযায়ী বছরে বার (১২) দিন  ছুটিও আপনার প্রাপ্য। ২০১৪ সালের ছুটির তালিকা এখানে দেখুন।  সাপ্তাহিক ও বাধ্যতামূলক ছুটির দিনে আপনাকে কেউ আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে পারে না। তবে আপনি যদি চান তা’হলে আপনি এই ছুটির দিনগুলিতে কাজ ক’রতে পারেন।
  • অন্যান্য/বিশেষ ছুটি : হংকং এ থাকার প্রথম ও দ্বিতীয় বছরে আপনার ৭ দিনের মাইনে সমেত ছুটি প্রাপ্য।  এরপর এই ছুটির মেয়াদ বছরপ্রতি ১টি দিন ক’রে বাড়তে থাকবে যতদিন না বছরপ্রতি ১৪দিনের ছুটি আপনার প্রাপ্য হয়।
  • থাকা ও খাওয়ার ব্যবস্থা : আপনার বেতন ছাড়াও উপযুক্ত / সুসজ্জিত থাকার ব্যবস্থা ও বিনামূল্যে খাবার (বা খাওয়ার খরচা হিসাবে ৯২০ হংকং ডলার) আপনার প্রাপ্য অধিকার (যদি আপনি আপনার কর্মচুক্তি অক্টোবর ২০১৩র পর সই ক’রে থাকেন।
  • চিকিৎসা : বিনামূল্যে চিকিৎসা আপনার প্রাপ্য।
  • প্লেনের ভাড়া : আপনার কর্মচুক্তির মেয়াদ শেষ হ’লে আপনার দেশে ফেরার প্লেনের টিকিট ( বা টিকিট কেনার জন্য নগদ টাকা ) আপনার প্রাপ্য (আপনার মালিকের কাছ থেকে)।
  • গর্ভাবস্থা : কর্মরতা অবস্থায় আপনি যদি গর্ভবতী হ’য়ে পড়েন তাহ’লে সেই অবস্থায় আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা আপনার মালিকের পক্ষে বে-আইনি। বেশিরভাগ ক্ষেত্রেই ১০সপ্তাহের স-বেতন “মেটারনিটি লিভ” আপনার প্রাপ্য অধিকার।বিশদ জানতে Pathfinder এর সঙ্গে এখানে যোগাযোগ করুন
  • হংকং এর কর্মসংস্থা : যদি কোন সংস্থা আপনাকে নতুন চাকরি দেবার জন্য ৪০১(চারশো এক) হংকং ডলারের বেশি নেয় তাহ’লে তারা একটি বে-আইনি কাজ ক’রছে।  বিশদ জানতে এখানে ক্লিক করুন
  • আপনার ব্যক্তিগত জিনিষপত্র ও পাসপোর্ট : আপনার মালিক আপনার ব্যক্তিগত জিনিষপত্র যেমন ফোন, পাসপোর্ট, কর্মচুক্তি বা অন্য দরকারী কাগজপত্র আপনার কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখতে পারেন না।  সমস্ত জরুরি কাগজপত্রের কপি নিজের কাছে রাখুন। বিশদ জানতে এখানে ক্লিক করুন
  • চুক্তিবদ্ধ  বাড়ির বাইরে কাজ : আপনার কর্মচুক্তিতে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য কোথাও কাজ করা হংকং এর অভিবাসন আইনবিরুদ্ধ কাজ।  চুক্তিতে উল্লিখিত মালিক ছাড়া আপনি অন্য কোনো কতৃপক্ষের অধীনে চাকরি বা ব্যবসা বা গৃহকর্ম ছাড়া অন্য কোন কাজ করতে পারেন না।  আপনি যদি এরকম কোন কার্যকলাপের সাথে জড়িত থাকেন তাহ’লে অবিলম্বে অভিবাসন দপ্তরের সাথে যোগাযোগ করুন নাহ’লে আপনার জেল/হাজতবাস হ’তে পারে অথবা আপনাকে স্বদেশে ফেরত পাঠানো হ’তে পারে।  বিশদ জানতে এখানে ক্লিক করুন

সরকারি নির্দেশিকা

হংকং শ্রম দপ্তরের সরকারি নির্দেশিকা

  • নিয়োগকর্তা ও বিদেশী / ভিনদেশী গৃহকর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক সহায়িকা / নির্দেশিকা
  • হংকং এর সরকারি কর্মসংস্থান অধ্যাদেশ বা এমপ্লয়মেন্ট অর্ডিন্যান্স এর অধীনে বিদেশী / ভিনদেশী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নির্দেশিকা।
  • এমপ্লয়মেন্ট এজেন্সী বা কর্মসংস্থানকারী সংস্থার সহায়তা গ্রহনকারী বিদেশী / ভিনদেশী গৃহকর্মীদের জন্য জরুরি তথ্য।

divider.png (250×50)

Kindly translated into Bengali by Namita Gupta